স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : রাজ্যের প্রত্যেকটি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অতিসত্বর পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা, বিদ্যালয় গুলিতে যে পরিকাঠামোগত সমস্যার রয়েছে সেগুলি অবিলম্বে সমাধান করা সহ চার দফা দাবিতে মঙ্গলবার শিক্ষা দপ্তরের অধিকর্তার চান্দিনি চন্দনের কাছে ডেপুটেশন প্রদান করেন।
ডেপুটেশনে উপস্থিত প্রতিনিধিরা জানান, রাজ্যে টেট উত্তীর্ণ ৩৬৩১ জনকে একসাথে নিয়োগ করতে হবে। যারা উত্তীর্ণ হয়েছে তারা অভাব-অনটনের শিকার হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিএড এবং ডি এল এড উত্তীর্ণ হয়ে টেট উত্তীর্ণ হয়েছে। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাব পূরণ করতে তাদের সকলকে একসাথে নিয়োগ করতে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান ডেপুটেশন প্রদান করতে আসা প্রতিনিধি দল।