Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যভিক্ষুক রূপী চোর আটক

ভিক্ষুক রূপী চোর আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে :  শিলচর থেকে ভিক্ষুকের রুপ ধারন করে চুরি করতে এসে হাতে নাতে আটক এক ব্যক্তি। ঘটনা দক্ষিন জেলার জেলা সদর বিলোনিয়ার নেতাজী পল্লি এলাকায়। ধৃত ব্যক্তির নাম স্বপন দাস, বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি  শীলচরের শরৎ পল্লি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ধৃত স্বপন দাস বিলোনিয়ার নেতাজী পল্লি এলাকায় বাড়ি বাড়ি ভিক্ষা করতে যায়। বাড়ির মহিলারা ভিক্ষা দেওয়ার সময় সে নজর রাখে কোথা থেকে তাকে ভিক্ষা হিসাবে টাকা দেওয়া হচ্ছে।

পাশাপাশি সে এলাকার অঙ্গনওয়ারী সেন্টারেও ভিক্ষা করার নাম দিয়ে প্রবেশ করে। এরই মধ্যে এক বাড়িতে ভিক্ষার জন্য যাওয়ার পর বাড়ির এক মহিলা ভিক্ষা স্বরূপ টাকা দেওয়ার জন্য টাকা আনতে ঘরে প্রবেশ করলে সে মহিলার পিছু পিছু ঘরে ঢুকে যায়। তখন ঐ মহিলা কেন ঘরে প্রবেশ করেছে জিজ্ঞাসা করার সাথে সাথে সে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এলাকার লোকজন তাকে আটক করে। তাকে আটক করে উত্তম মধ্যম দেওয়ার পর সে স্বীকার করে শীলচর থেকে সোমবার রাতে সে আগরতলা আসে। আগরতলা থেকে সকালের ট্রেনে সে বিলোনিয়া পৌছায় ভিক্ষার নামে চুরি করার জন্য। পরবর্তী সময় এলাকার লোকজন ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। এবং ধৃত ব্যক্তির শাস্তির দাবি জানায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য