স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : এসপিও ক্যাম্পের দাবিতে গন্ডাছড়া থানা ঘেরাও করল প্রমিলা বাহিনী। মঙ্গলবার গন্ডাছড়া মহকুমা অন্তর্গত লক্ষ্মীপুর ভিলেজের ৩৬ কার্ড এলাকাবাসী থানা ঘেরাও করে। গত একমাসে গন্ডাছড়ার ছয়টি এস পি ও ক্যাম্পের মধ্যে পাঁচটি এসপিও ক্যাম্প তুলে নেয় রাজ্য সরকার। সোমবার রাত ৩৬ কার্ড এলাকা থেকে তিনটি গরু চুরি হয়। থানায় খবর দেওয়া হলে সকালে থানার বড় বাবু তল্লাসি যান। পরে খালি হাতে থানায় ফিরে আসেন।
এস পি ও ক্যাম্প তুলে নেওয়ায় গত একমাসে এলাকায় চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এমনকি প্রতিপালন করা গবাদিপশু পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। কিন্তু এই গবাদি পশুর উপর ভিত্তি করে বহু পরিবার পরিচালনা করা হচ্ছে। এলাকায় যদি এভাবে চুরির ঘটনা বাড়তে থাকে তাহলে স্থানীয়দের নিরাপত্তা অনেকটাই প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াবে। এবং আগামী দিনে এলাকায় অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটবে না তার কোন বিশ্বাস নেই বলে জানায় বিক্ষোভকারীরা। তাই গ্রামের প্রমিলা বাহিনী ক্যাম্পর দাবিতে থানার সামনে ধর্নায় বসে। তাদের দাবি অবিলম্বে সবগুলি এস পি ও ক্যাম্প বসাতে হবে। নাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয় এদিন। পরবর্তী সময় একটি প্রতিনিধি দল থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে। ফলে পরবর্তী সময় বিক্ষোভ প্রত্যাহার করা হয়।