স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের আদলে রাজ্যে একটি প্রতিষ্ঠান চালু করার বিষয়ে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান খোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার ও সংশ্লিষ্ট দপ্তর। আন্তরাজ্য সফর করেছেন আধিকারিক ও মন্ত্রী। একই রকম ভাবে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের এক প্রতিনিধি দল রাজ্য সফর করে তাদের চাহিদা গুলি সম্পর্কে অবগত করেছেন।
মঙ্গলবার তাদের চাহিদা মতো কাজ গুলিকে দ্রুত শেষ করতে সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কি কি কাজ বাকী রয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয়। সেই মোতাবেক কাজের দায়িত্ব দপ্তর গুলিকে বুঝিয়ে দেওয়া হয়। কাজ সম্পন্ন হলে প্রতিষ্ঠানের সূচনা হবে। তবে এই প্রতিষ্ঠান দ্রুত খোলার বিষয়ে সোমবার তথ্য, সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর কক্ষে সচিব ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর এই সফর। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফের বৈঠক হবে বলে জানান তথ্য, সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। দুর্গা পূজার আগেই এই প্রতিষ্ঠান চালুর উপর জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিন পূর্ত দপ্তর, বিদ্যুৎ নিগম সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।