স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মে : মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এক্সাম কমিটি এবং সিলেবাস কমিটি যৌথ উদ্যোগে এক বৈঠকের আয়োজন করা হয়। এদিন বৈঠকে পৌরহিত্য করেন শিক্ষা দপ্তরের মন্ত্রীর রতন লাল নাথ। তিনি জানান বিগত দুবছর করোনার জন্য সি বি এস ই অনুসরণ করে সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছিল।
এবছর করোনার প্রভাব রাজ্যে না থাকায় সিলেবাস কমানোর কোনো প্রয়োজন রয়েছে কিনা তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এবং সমস্ত ক্লাসের সিলেবাস নিয়ে এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়। পাশাপাশি নিপুন ভারতের সূচনা হবে আগামী ৩১ মে। এদিন রাজ্যে নব-নিযুক্ত মুখ্যমন্ত্রী এ নতুন স্কিম এর সূচনা করবেন। স্কিমটি জাতীয় শিক্ষানীতির নতুন একটি অংশ। স্কিমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্কুলের প্রথম শ্রেণীতে দু’মাসে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ক্লাসের উপযুক্ত ছাত্র ছাত্রী হিসেবে গড়ে তোলা হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা সহ অন্যান্যরা।