স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : ৩০ বছর পর ২০১৪ সালে ভারতবর্ষে একক সংখ্যা গরিষ্ঠতা সরকার গঠন করে বিজেপি। প্রধানমন্ত্রীর সুশাসন ও জলকল্যাণ মুখী কাজের জন্য ২০১৯ সালে ভারতবর্ষের জনগণ পুনরায় সিলমোহর দেয়। ব্যাপক জনাদেশ নিয়ে কেন্দ্রে উন্নয়নশীল সরকার প্রতিষ্ঠিত হয়। আট বছরের উন্নয়ন মূলক কার্যকলাপকে একসূত্রে গাঁথলে দেখা যাবে দেশ, জনগণ ও ভারত মাতৃকার সেবা , সুশাসন এবং গ্রামীন স্তরে যে সমস্ত মানুষজন বসবাস করেন, সেই গড়িব কল্যাণে সমস্ত প্রকল্প রুপায়ন ও বাস্তবায়নে সফলতার সঙ্গে অগ্রসর হয়েছেন।
এর নিরিখে এই শাসনকালকে সেবা, সুশাসন ও গরীব কল্যাণে নিয়োজিত শাসন বলা যেতে পারে। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিজেপি-র রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক কিশোর বর্মণ। ২০১৪ সালের ২৭ মে নব ভারত গঠনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। কিন্তু এই সরকারকে নানান চ্যালেঞ্জের মুখোমুখী হতে হয়। কেননা এর আগে কংগ্রেস পরিচালিত একটি কুশাসনের সরকার দেশে ছিল। একটা ভন্ডবাদী ও পারিবার তন্ত্রের সরকার দেশের স্বার্থে কোন সঠিক পদক্ষেপ নিতে পারেনি। উল্টে দুর্নীতিতে নিমজ্জিত ছিল এই সরকার। এতে হতাশাগ্রস্থ ছিল ভারতবর্ষের মানুষ। তাদের নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতি হতে পারে তা নিয়ে সন্দিহান ছিল ভারতবর্ষের মানুষ। সেই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিয়ে ভারত বর্ষকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক এবং সামগ্রীক দিক থেকে বিশ্বের একটা উন্নয়নশিল দেশের পথে এগিয়ে দিয়ে পরিত্রাতারা ভূমিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেওয়ার মানসিকতা নিয়ে চলে বর্তমান সরকার।
এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্য নিয়ে এই সরকার গত ৮ বছরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যা ভারত বর্ষের ইতিহাসের পাতায় বহু দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানান তিনি। তিনি আরও জানান বিজেপি -র রাষ্ট্রীয় নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাষ্ট্রীয় সভাপতি ও প্রধানমন্ত্রী মার্গ দর্শন ও ৮ বছরের কাজের আলোচনা ও পর্যালোচনা করেন। ৮ বছরের শাসন ব্যবস্থা নব জুগের সূচনা করেছেন বলে জানান বিজেপি-র রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক কিশোর বর্মণ। এর জন্য প্রধানমন্ত্রীকে প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। স্বাধীনতার ৬০ বছর পর ৫০ বছরে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। একই সঙ্গে চার জন্য ঐতিহাসিক বিজয়ের প্রসঙ্গও তুলে ধরনে তিনি। উন্নয়নের নিরিখে মানুষ বিজেপি’কে জয়ী করছে বলে জানান বিজেপি-র রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক কিশোর বর্মণ।