Tuesday, July 15, 2025
বাড়িরাজ্য৩৬ ঘন্টা পর মুহুরী নদী থেকে উদ্ধার অর্জুনের মৃত দেহ

৩৬ ঘন্টা পর মুহুরী নদী থেকে উদ্ধার অর্জুনের মৃত দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মে : অবশেষে প্রায় ৩৬ ঘন্টা পর মুহুরী নদী থেকে উদ্ধার অর্জুনের মৃত দেহ। গত সোমবার রাতে পুলিশের ধাওয়া খেয়ে মুহুরি নদীতে ঝাঁপিয়ে পড়ে বেঘোরে প্রাণ গেল বিলোনিয়া সুকান্ত কলোনি এলাকার পেশায় রংমিস্ত্রি অর্জুন দাসের। দমকল কর্মী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, টি এস আর নবম ব্যাটেলিয়ান এবং অবশেষে এনডিআরএফ দলের সকল চেষ্টাকে বিফল করে দিয়ে আজ সকালে মুহুরী নদীর জলে ভেসে উঠল অর্জুন দাসের নিথর দেহ। সাত সকালে খবর জানাজানি হতেই শত শত মানুষ এসে জড়ো হয় মুহুরী নদীর দু’ধারে এবং ব্রিজের উপর। ছুটে আসে পুলিশ খবর দেওয়া হয় এনডিআরএফ এর সদস্যদের।

 তারপর এন.ডি.আর.এফ দলের সদস্যরা মুহুরি নদী থেকে উদ্ধার করল অর্জুন দাসের পচা গলা মৃতদেহ। সাথে সাথে বিলোনিয়া মহাকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে পরিবারের পক্ষ থেকে শুরু করে মানুষজনের মধ্যে পুলিশের দায়িত্ব-কর্তব্য এবং কান্ডজ্ঞানহীনতাই বারবার ফুটে উঠছে। অর্জুন দাসের মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করা হচ্ছে। অর্জুন দাসের পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া থানার পুলিশের দিকে অভিযোগের তীর ছুঁড়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য