স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মে :ওয়াকফ আইন বাতিল করা নিয়ে মণিপুরী সমাজকে নিয়ে কুৎসা রটানো হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে বুধবার পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি, ওয়ার্ল্ড মিটেই কাউন্সিল, ত্রিপুরা স্টেট ইউনিট, তাখেল লেইমা টেংবাং লুপ এবং ত্রিপুরা মেইতি অ্যাসোসিয়েশন, মেইতেই যুব সংগঠন যৌথভাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিভা ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটির সচিব দীপক সিনহা সহ অন্যান্যরা।
সাংবাদিক সম্মেলনে দীপক সিনহা জানান রাজ্যে সম্প্রতি সংশোধিত ওয়াকফ্ বোর্ড আইন বাতিল করার জন্য কয়েকটি স্থানে স্বঘোষিত ও মণিপুরী সমাজের সাথে কোন ভাবে সামাজিক কর্মকান্ডে যুক্ত নেই, এমন কিছু ব্যক্তি ভারতবর্ষের সংবিধানে যুক্ত হওয়া ওয়াকফ্ বোর্ডের বিরুদ্ধে বক্তব্যের মধ্যে উল্লেখিত রাজ্যের মণিপুরী সম্প্রদায় নিয়ে যে ভাবে উল্লেখ করা হয়েছে, তার জন্য রাজ্যের উক্ত সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানায়। এর পাশাপাশি তাদের সাথে মনিপুরী সম্প্রদায়ের কোন ভাবে যুক্ত নেই বল জানান তিনি।
পাশাপাশি ভারতবর্ষের সুনাগরিক, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে সর্বদা মনিপুরী সম্প্রদায়ের সকলের সহযোগিতা থাকবে বলেও জানান দীপক সিনহা।