স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ মে : আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকা পরিদর্শন করেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে নতুন নতুন ড্রেইন নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের অন্তর্গত মাস্টারপাড়া এলাকার ড্রেইন গুলিও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তার জন্য শুক্রবার মাস্টার পাড়া এলাকার ড্রেইন গুলি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের কমিশনার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার। মাস্টার পাড়ার ড্রেইন পরিদর্শনের পর ডাঃ বিশাল কুমার জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে আগরতলা শহরে ড্রেইন ও বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। একই সাথে এলাকাবাসিদের সাথে কথা বলে তাদের সমস্যা গুলি সম্পর্কে অবগত হচ্ছেন। সমস্যার দ্রুত সমাধান করা হবে। এইদিন পুর নিগমের ৬ টি ওয়ার্ড এলাকা পরিদর্শন করবেন বলে জানান। ৫ টি ওয়ার্ডে ড্রেইন সহ অন্যান্য কাজের জন্য ১৫ থেকে ২০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।