Saturday, February 15, 2025
বাড়িরাজ্যশহরের চিত্র সরজমিনে দেখতে বের হলেন মুখ্যমন্ত্রী

শহরের চিত্র সরজমিনে দেখতে বের হলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : টানা দু’ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আগরতলা শহরের মেলারমাঠ, শকুন্তলা রোড সহ বেশ কিছু রাস্তা। বেশ কিছু দোকান ও বাড়ি ঘরে জল ঢুকে পরে। বৃষ্টি থামার পরই জলমগ্ন এলাকাগুলি সরজমিনে পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। হাঁটু সমান জল দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মতো পায়ে হেটে সংশ্লিষ্ট জল মগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।

 জল মগ্ন এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান এত বৃষ্টি সাধারণত ত্রিপুরায় দেখেন নি আগে। এই ধরনের বৃষ্টি সাধারণত ত্রিপুরাতে দেখা যায় না। অনেকদিন আগে এই ধরনের বৃষ্টি হয়েছে একবার। তবে এইবার একটু বেশি হয়েছে। কি ভাবে দ্রুত জল নিষ্কাশন করা যায়, তার জন্য জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ টা পাম্প রয়েছে। পাম্প অপারেটারদের সাথে কথা হয়েছে। সবগুলি পাম্প ভালো রয়েছে। ভালো ভাবে কাজ করছে। খুব দ্রুত জল নেমে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন আগে শহরে জল জমলে তিন থেকে চারদিন থাকতো। বর্তমানে জল আমলে এক কিংবা দুই ঘণ্টার মধ্যে জল নেমে যায়। আগের মতো জল জমে থাকে না বলে জানান তিনি। এ ধরনের চিত্র রাজ্যের মানুষ দেখে অভ্যস্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিগত দিনে বনমালী পুর এলাকায় হাটু জলে নেমে জল মুক্ত করার আশ্বাস দিয়েছিলেন। আর কতটা জল মুক্ত হয়েছে বনমালী পুর সেটা হয়তো সাধারণ মানুষ ভালো বলতে পারবে। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য