স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ এপ্রিল : বিকাশ ত্রিপুরায় জেলা হাসপাতালে নেই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। ঘটনা ঊনকোটি জেলা হাসপাতালে। যার কারনে তালা ঝুলছে ঊনকোটি জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে। এক কথায় বলতে গেলে ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। জানা যায় ঊনকোটি জেলা হাসপাতালে বিগত বহুদিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশুদের হাসপাতালে নিয়ে আসেন অভিভাবকরা।
কিন্তু জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারনে বিনা চিকিৎসায় অভিভাবকরা সন্তানদের নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। যাদের আর্থিক সক্ষমতা রয়েছে তারা নিজের পকেটে টাকা করে হয় ধর্মনগর জেলা হাসপাতালে অন্যথায় বহিঃরাজ্য অর্থাৎ আসামে চলে যাচ্ছেন। কেউ কেউ আবার আগরতলায়ও ছুটে আসছেন। যাদের আর্থিক সক্ষমতা নেই তারা তাদের সন্তানদের বিনা চিকিৎসায় বাড়িতে রেখে দিচ্ছেন। জানা যায় ঊনকোটি জেলা হাসপাতালে মাত্র একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। দুর্ঘটনার কারনে বর্তমানে তিনি নিজ বাড়িতে শয্যাশায়ী। তারপর ঊনকোটি জেলা হাসপাতালে স্বাস্থ্য দপ্তর থেকে অন্য কোন চিকিৎসক প্রদান করা হয় নি। শুধুমাত্র শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের সমস্যা নয় ঊনকোটি জেলা হাসপাতাল একাধিক সমস্যায় জর্জরিত বলে জানান হাসপাতালে আসা রোগীর আত্বীয় পরিজনরা।