স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : দলের অন্দরে অশান্তি। সভাপতির স্থান পেয়ে মাত্র এক মাসের মধ্যে বিভিন্ন জটিল পরিস্থিতির সম্মুখীন মেবার কুমার জমাতিয়া। সভাপতি পদে স্থান পাওয়ার পর থেকেই চলছে দলের সুপ্রিমো নরেন্দ্র চন্দ্র দেববর্মার সাথে বিদ্রোহ। তাই বিদ্রোহী নেতা মেবার কুমার জমাতিয়ার পৌরহিত্যে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আইপিএফটি কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে একদিনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আলোচনা হয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে। বৈঠকে উপস্থিত মেভার কুমার জমাতিয়া জানান, বিধায়ক নেতৃত্ব কারা সাথে আছে সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো জনগণ পাশে আছে কিনা। জনগণ পাশে থাকলে বাকিদের কোন প্রয়োজন নেই। কারণ জনগণ স্থায়ী। কিন্তু বিধায়ক নেতৃত্ব এগুলি স্থায়ী নয়। এমনটাই বললেন মেবার কুমার জমাতিয়া। জনগণ আগামী দিনে তৈরি করবে তারা কোনদিকে হাঁটবে। জনগণ যে পথ দেখাবে সেই পথেই দল এগিয়ে যাবে দল। অর্থাৎ তিপ্রা মাথার দিকে দিক নির্দেশন করলে সেদিকে যাবেন শ্রী জমাতিয়া। এমনটাই স্পষ্ট বার্তা দিলেন তিনি। তিনি জানান আগামী মাস থেকে গ্রাম পাহাড় সর্বত্র ঘুরে মানুষের কাছ থেকে অভিমত জানতে চাইবেন। মানুষের সুবিধা ও অসুবিধার কথা শুনবেন। মানুষের জন্য কাজ করবেন আর এর জন্য আগামী দিনে কি কর্মসূচি নেওয়া হবে তা সম্মেলনের ঠিক করার সিদ্ধান্ত হয়। সুতরাং জনগণ জনগণের চাওয়া পাওয়ার শেষ কথা এমনটাই বোঝালেন মেবার।