স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : গত চার বছরে রাজ্যে অনৈতিক, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বিভিন্ন কার্যকলাপ ঘটে চলেছে। রাজ্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ শাসকদল থেকেও বিপ্লব দেবের অপসারণ চেয়েছে। স্বদলীয় নেতা কর্মীরাও বিপ্লব হাঁটাও, রাজ্য বাঁচাও স্লোগান তুলেছে।
কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাতে কর্ণপাত করে নি, এমনকি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। বরং নরেন্দ্র মোদী, অমিত শাহ বিপ্লব দেবকে আশীর্বাদ করে রেখেছিলেন। কিন্তু বর্তমানে আচমকা বিপ্লব দেবের পদত্যাগের পেছনে মূলত কি রহস্য রয়েছে তা জানতে চায় প্রদেশ কংগ্রেস। গোটা রাজ্যবাসীর কাছে একটা পরিস্কার করে বলা উচিত। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা। সরকারটা চরমভাবে ব্যর্থ হয়ে পড়েছে। কারণ শ্রমিক-কৃষক, কর্মচারী, যুবক সকল অংশের মানুষ সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে পড়েছে। এর একটাই মাত্র পথ কংগ্রেসকে প্রতিষ্ঠা করা বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব দেন নির্দেশে আগামী ১৫ জুন থেকে ভারতের সবকটি রাজ্য এবং জেলা ও ব্লক স্তরে জনজাগরণ অভিযান শুরু হবে। এবং এই কর্মসূচিতে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়ে জনসংযোগ করার কথা বলা হয়েছে। রাজ্যের কংগ্রেস নেতৃত্ব এই কর্মসূচি সংঘটিত করবে বলে জানান তিনি। কংগ্রেস আগামী দিনে বর্তমান পরিস্থিতি বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন নামবে। কারণ কৃষক, শ্রমিক, যুবক সব অংশের মানুষের উপর যে আঘাত নেমে এসেছে তাতে ক্ষোভ সৃষ্টি হয়ে আছে বলে জানান শ্রী সিনহা।