স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : রেগা কাজের নিয়ম পরিবর্তনের দাবিতে সোমবার গন্ডাছড়া – জগবন্ধু পাড়া রাস্তা অবরোধ করে রেগা শ্রমিকরা। শ্রমিকদের দাবি সরকার পুরনো নিয়মনীতিতে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ রেগা শ্রমিকরা নতুন নিয়মে কাজ করতে গিয়ে বেকাদায় পড়তে হচ্ছে। কারণ বহু হাজার শ্রমিককে ঘরে শিশু এবং অসুস্থ স্বামী রয়েছে। সেসব পরিবারের মহিলারা কাজ করতে দূর-দূরান্তের যেতে সমস্যা হয়। বিশেষ করে সারা দিন লাগাতার কাজ করতে গিয়ে বেকায়দায় পড়তে হয়।
নতুননিয়ম অনুযায়ী দিনে দুবার শ্রমিকদের কাজের ছবি তোলাতে বহু শ্রমিককে নির্ধারিত সময় অনুযায়ী কাজ করতে হয়। স্বল্প কাজ করে বাড়ি যেতে পারে না তারা। ফলে পরিবার পরিচালনা করা একপ্রকার অসাধ্য কর হয়ে পড়েছে বলে মনগড়া দাবি তুলে রাস্তা অবরোধ করে শ্রমিকেরা। তাদের আরও দাবি পরিবারের কার্ড হোল্ডারকে কাজ করতে হয়। পরিবারের অন্যান্য লোকজনেরা কাজ করলে মেনে নিচ্ছে না জিআরএস। যার ফলে কার্ড হোল্ডার অসুস্থ হলেও তাকে কাজ করতে হচ্ছে। অপরদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এই পরিস্থিতিতে রেগা শ্রমিকদের বর্তমান মজুরি অনেকটাই কম। দাবি তিন শতাধিক টাকা করে শ্রমিকদের মজুরি প্রদান করতে হবে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় ব্লকের বিডিও, পুলিশ আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্মীরা। প্রশাসনিকভাবে আশ্বস্ত করা হয় রেগা শ্রমিকদের নিয়ে আগামী মঙ্গলবার মহকুমা শাসক অফিসে এক বৈঠক করা হবে। বৈঠকে শ্রমিকদের সমস্যাগুলির প্রসঙ্গে আলোচনা করা হবে।