Monday, February 10, 2025
বাড়িরাজ্যশপথ নিলেন মানিক সাহা–মন্ত্রিসভার ১১ জন সদস্য

শপথ নিলেন মানিক সাহা–মন্ত্রিসভার ১১ জন সদস্য

আগরতলা, ১৬ মে (হি.স.) : ত্রিপুরায় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়েছে। আজ মন্ত্রিসভার ১১ জন সদস্য শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছেন আইপিএফটির মেবারকুমার জমাতিয়া। বদলে স্থান পেয়েছেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া এবং আইপিএফটির বিধায়ক প্রেমকুমার রিয়াং। উপ-মুখ্যমন্ত্রী পদে বহাল রয়েছেন জিষ্ণু দেববর্মা। আজ সোমবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা তিনটি ভাষায় শপথ নিয়েছেন। রামপদ জমাতিয়া হিন্দিতে, সুশান্ত চৌধুরী ইংরেজিতে এবং বাকিরা সকলেই বাংলায় শপথবাক্য পাঠ করেছেন।

ত্রিপুরার নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে দীর্ঘ আলোচনা এবং চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে। রবিবার ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডা. মানিক সাহা। গতকালই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের সূচি নির্ধারিত হয়েছিল। কিন্তপ শেষ মুহূর্তে শুধু মুখ্যমন্ত্রী শপথ নেবেন স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্য অতিথিশালায় নতুন মন্ত্রিসভা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এ-বিষয়ে বৈঠকও হয়েছে। গতকাল বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খুব শীঘ্রই মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন। নতুন ও পুরাতন মিলিয়ে নয়া মন্ত্রিসভা গঠিত হবে সেই আভাসও তিনি দিয়েছিলেন।

সে মোতাবেক গতকালই তিনি মন্ত্রিসভার ১১ সদস্যের তালিকা চূড়ান্ত করে রাজ্যপালের কাছে শপথ গ্রহণের প্রস্তাব করেছিলেন। তালিকায় রয়েছেন বিগত মন্ত্রিসভার সদস্য তথা উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, নরেন্দ্রচন্দ্র দেববর্মা, রতনলাল নাথ, প্রণজিত সিংহরায়, মনোজকান্তি দেবরায়, সান্ত্বনা চাকমা, রামপ্রসাদ পাল, ভগবান দাস এবং সুশান্ত চৌধুরী। বিগত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মেবারকুমার জমাতিয়া। তাঁর বদলে নতুন মুখ এসেছেন রামপদ জমাতিয়া এবং প্রেমকুমার রিয়াং। তাতে, বিজেপি থেকে মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন এবং শরিক দল আইপিএফটি-র সদস্য সংখ্যা দুজন।

আজ দুপুর বারোটায় রাজভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শুরু হয়। রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য এক এক করে ১১ জনকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে রাজ্যপালের সাথে ত্রিপুরার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য ছবি তুলেন। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য