স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় তীব্র প্রতিবাদে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে সোমবার বিকেলে রাজধানীর পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস।
সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গোটা দেশে কেন্দ্রের আর্থিক নীতির ফলে সাধারণ মানুষের আর্থিক অবস্থা সংকটাপন্ন। আদানি আম্বানি স্বার্থ রক্ষাকারী অর্থনীতি অনুসরণের ফলে গোটা দেশে কাজ এবং খাদ্যের সংকট সর্বকালীন রেকর্ড সৃষ্টি হয়েছে। বিজেপি সরকারের আমলে পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাসের মূল্য ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি খাদ্যশস্য ও ভোজ্য তেলের মূল্য ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মানুষের হাতে টাকা নেই, কাজ নেই, তার উপর দিয়ে এভাবে দ্রব্য মূল্যবৃদ্ধির ফলে দুর্বিষহ সাধারণ মানুষের অবস্থা। দেশ স্বাধীন হওয়ার পর বেকারি দেশে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। একদিকে মানুষের কর্মহীনতা, রোজগার নেই, টাকার মূল্য কমে গেছে। আর এর জন্য দায়ী বিজেপি ‘র নিতি। তাই এর প্রতিবাদে বামেরা রাস্তায় নেমেছে বলে জানান তিনি ।
এ সরকার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। গণতন্ত্র বলতে কিছু নেই রাজ্যে। এর উপর দিয়ে বিষ ফোড়া হয়েছে দ্রব্যমূল্য। ত্রিপুরা রাজ্যে গত চার বছরে বিজেপি সরকারের কারণে যে ফ্যাসিস্ট সুলভ সরকার চলছে তার তীব্র বিরোধিতা জানানো হচ্ছে বলে জানান তিনি। এদিন লিখছিলে এছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।