Thursday, April 18, 2024
বাড়িরাজ্যমানিক-মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত, শপথ সোমবার, নতুন মুখ রামপদ ও প্রেমকুমার, বাদ পড়লেন...

মানিক-মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত, শপথ সোমবার, নতুন মুখ রামপদ ও প্রেমকুমার, বাদ পড়লেন মেবারকুমার

আগরতলা, ১৫ মে (হি.স.) : ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যদের তালিকা চূড়ান্ত হয়েছে। নয়া মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা রাজ্যপালের কাছে মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাঠিয়ে শপথ গ্রহণের প্রস্তাব করেছেন। আগামীকাল সোমবার সকাল এগারোটায় নয়া মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ত্রিপুরায় মানিক-মন্ত্রিসভায় নয়া চেহারা হিসেবে স্থান পেয়েছেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া এবং আইপিএফটি বিধায়ক প্রেমকুমার রিয়াং। বাদ গেছেন বনমন্ত্রী আইপিএফটি-র মেবারকুমার জমাতিয়া।

আজ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডা. মানিক সাহা। আজই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের সূচি নির্ধারিত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে শুধু মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে স্থির হয়েছে। আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্য অতিথিশালায় নতুন মন্ত্রিসভা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এ-বিষয়ে বৈঠক হয়েছে। বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন খুব শীঘ্রই মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন। নতুন ও পুরাতন মিলিয়ে নয়া মন্ত্রিসভা গঠিত হবে সেই আভাসও তিনি দিয়েছিলেন।

সে মোতাবেক আজ তিনি মন্ত্রিসভার ১১ সদস্যের তালিকা চূড়ান্ত করে রাজ্যপালের কাছে শপথ গ্রহণের প্রস্তাব করেছেন। তালিকায় রয়েছেন বিগত মন্ত্রিসভার সদস্য জিষ্ণু দেববর্মা, নরেন্দ্রচন্দ্র দেববর্মা, রতনলাল নাথ, প্রণজিত সিংহরায়, মনোজকান্তি দেবরায়, সান্ত্বনা চাকমা, রামপ্রসাদ পাল, ভগবান দাস এবং সুশান্ত চৌধুরী। বিগত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মেবারকুমার জমাতিয়া। বদলে নতুন মুখ এসেছেন রামপদ জমাতিয়া এবং প্রেমকুমার রিয়াং। এতে বিজেপি থেকে মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন এবং শরিক দল আইপিএফটি-র সদস্য সংখ্যা দুই। আগামীকাল সকাল এগারোটায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তার পরই মুখ্যমন্ত্রী সমস্ত দফতর বণ্টন করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য