স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ এপ্রিল :মেলাঘর থানার অন্তর্গত ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার প্রানতুষ সাহার ছেলে প্রণয় সাহার সাথে উদয়পুরের এক ১৬ বছর বয়সী নাবালিকা মেয়েকে এনে বিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। সেই খবর পেয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্যরা এবং সিপাহীজলা জেলার চাইল্ড লাইনের কর্মীরা মেলাঘর থানার পুলিশের সহযোগিতা নিয়ে প্রণয় সাহার বাড়িতে অভিযান চালাতে যায়। এবং অভিযানে গিয়ে দেখতে পায় সারা বাড়িতে প্যান্ডেল, কুঞ্জ সাজানো, বিয়ের রান্না প্রায় শেষের পথে এবং ডিজে সাউন্ড বাজানোর জন্য প্রস্তুতি চলছিল।
শিশু সুরক্ষা কমিশনের অভিযানের আচ পেয়ে প্রণয় সাহা এবং নাবালিকা মেয়েটি পালিয়ে যায়। অভিযান কারী দলটি নাবালিকা মেয়েটির বয়সের প্রমাণ পত্র চাইলে জন্মের ভুয়া প্রমাণপত্র এবং আধার কার্ড দেখিয়ে দেয়। কিন্তু এইসব নথিপত্র জাল যে প্রমাণ হয়ে গেল অভিযানকারী আধিকারিকদের কাছে। পরে শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা প্রণয় সাহা এবং নাবালিকা মেয়েটিকে না পেয়ে প্রণয় সাহার ভাই এবং তাদের নিকট আত্মীয় এক ব্যক্তিকে থানায় তুলে নিয়ে আসে।
যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ের দুজন শিশু সুরক্ষা কমিশনের কাছে আত্মসমর্পণ করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে থানা থেকে ছাড়া হবে না। তবে এই বিষয়ে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে বলে জানা গেছে। জানা গেছে বেশ কয়েক মাস আগে ওই নাবালিকা মেয়েটির পরিবারকে উদয়পুরে শিশু সুরক্ষা কমিশনের কর্মীরা সতর্ক করেছিলেন, যাতে কম বয়সে নাবালিকা মেয়েটিকে বিয়ে না দেওয়া হয়। কিন্তু তারপরেও নাবালিকা মেয়েটিকে বিয়ে দেওয়ার চেষ্টা করে।