Friday, June 20, 2025
বাড়িরাজ্যদেড় মাস ব্যাপী আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস

দেড় মাস ব্যাপী আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ এপ্রিল : প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সস অন্যান্যরা।

বৈঠক সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আসিস কুমার সাহা বলেন,  জাতীয় কর্মসূচি সংবিধান বাঁচাও অভিযান কিভাবে রাজ্যের প্রদেশ, জেলা ও ব্লক স্তরে সফল করা যায় তা নিয়ে আলোচনা হয়। একমাস ১৫ দিনব্যাপী এই কর্মসূচি রাজ্যব্যাপী চলবে। পরবর্তী সময় এক বছর ব্যাপী ঘর ঘর অভিযান কর্মসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়। জাতিগত জাত গণনা এবং এই জাত গণনা শেষেই সংরক্ষণ নীতি নির্ধারণ করা নিয়ে কংগ্রেস দল আন্দোলন কর্মসূচি সংঘটিত করে চলেছে। পাশাপাশি ওয়াকফ বিলের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করতে প্রকাশ্য আন্দোলন কর্মসূচি দেশের সঙ্গে রাজ্যেও সংঘটিত করবে কংগ্রেস বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য