Sunday, May 4, 2025
বাড়িরাজ্যটিআইটি কলেজ বিশ্ববিদ্যালয় এবং মহিলা মহাবিদ্যালয় মহিলা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা সরকারের...

টিআইটি কলেজ বিশ্ববিদ্যালয় এবং মহিলা মহাবিদ্যালয় মহিলা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা সরকারের : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ এপ্রিল : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। প্রত্যেক মহকুমায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই কোচিং থেকে বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ক শিক্ষা গ্রহণ করবে। সদর মহকুমায় থাকবে তিনটি কোচিং সেন্টার। এই কোচিং সেন্টার গুলির মধ্যে খুব ভালো শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে।

মঙ্গলবার আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নয়া ভবনের উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে সর্বমোট ২৭ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হেনরী ডিরেজিও একাডেমি, গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। জাতির অগ্রগতি করতে হলে শিক্ষা ছাড়া কোনদিন সম্ভব নয়। তাই শিক্ষা ক্ষেত্রে সরকার কোনো খামতি রাখতে চাইছে না।

মুখ্যমন্ত্রী আরও বলেন শিক্ষার সামগ্রিক বিকাশ না হলে কোন দেশ এবং রাজ্য সামনের দিকে এগোতে পারে না, একই সাথে উন্নয়ন সম্ভব নয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার ক্ষেত্রে গুণগত শিক্ষা প্রদানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের শিক্ষাবিদদের সাথে কথাবার্তা বলে নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে ৩১৩৪ টি কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। যাতে ছাত্রছাত্রীর মিড ডে মিলের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেওয়া হয়। ৯৫ টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। ১৮০ টি পার্সোনাল ল্যাব চালু করা হয়েছে। ৩ হাজার ৫২০ কুড়ি জন দিব্যাঙ্গন শিশুকে চলন সহায়ক সামগ্রী দেওয়া হয়েছে। ১০২ টি বিদ্যালয় দক্ষতা শিক্ষা চালু করা হয়েছে। ২০২৪ – ২৫ অর্থবছরে ৩৭৮ টি বিদ্যালয়ে ১৮ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয় করে টিচিং লার্নিং মেটেরিয়াল চালু করা হয়েছে। ইয়ুথ এন্ড রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ ২০৫৮ টি বিদ্যালয়ে এক লক্ষ ৪২ হাজার অধিক ছাত্রীকে দেওয়া হয়েছে। শিক্ষা ক্ষেত্রে সার্বিক বিকাশ করাই সরকারের বড় লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইদিন দাবি করেন রাজ্যে নতুন নতুন কলেজ, বিশ্ব বিদ্যালয় স্থাপন করা হচ্ছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পে বছাইকরা ১৪০ জন ছাত্রীকে বিনামূল্যে সরকার থেকে স্কুটি প্রদান করা হয়েছে। মহিলা কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সেই বিষয়ে কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও জানান টিআইটি-কে বিশ্ববিদ্যালয়ে উন্নিত করার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছেন। ২০২৫-২৬ অর্থ বছরে আমবাসা, কাকড়াবন এবং করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব রয়েছে এইবারের বাজেটে। পড়ালেখার জন্য বাইরে যাওয়ার প্রবণতা বর্তমানে অনেকটা হ্রাস পেয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ শিক্ষা দপ্তরের অধিকর্তা।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ইকো ক্লাব ফর মিশন লাইফ কর্মসূচির অন্তর্গত এক কার্যক্রমের উদ্বোধন করেন। এটি হলো বিশ্ব ধরিত্রী দিবসের বিশেষ দিনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আহ্বানে দেশব্যপী সকল বিদ্যালয়ের সাথে রাজ্যেও পালিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহব্যপী কার্যক্রম QR Codes for Flora. এই কার্যক্রমে বিদ্যালয় পরিসরের বিভিন্ন উদ্ভিদের গায়ে তথ্যসম্বলিত QR Code লাগানো হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!