Sunday, May 11, 2025
বাড়িরাজ্যঅগ্নি নির্বাপক দপ্তর নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে অধিকর্তার অফিস ঘেরাও করলো যুব...

অগ্নি নির্বাপক দপ্তর নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে অধিকর্তার অফিস ঘেরাও করলো যুব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ এপ্রিল : অগ্নি নির্বাপক দপ্তর নিয়োগ প্রক্রিয়া বাতিল করার প্রতিবাদে সরব হল প্রদেশ যুব কংগ্রেস। এইদিন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। বিক্ষোভ মিছিলটি অগ্নি নির্বাপণ দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। যুব কংগ্রেসের এক নেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের তীব্র সমালোচনা করেন।

 তিনি বলেন বহু যুবক যুবতী অগ্নি নির্বাপণ দপ্তরে ইন্টারভিউ দিয়ে তিন বছর ধরে অপেক্ষা করেছে। বর্তমানে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এতে করে ইন্টারভিউ দেওয়া বহু যুবক যুবতী ওভারেজ হয়ে গেছে। তারা কোথায় যাবে। তাদের সময় ফিরিয়ে দিতে পারবে না সরকার এবং দপ্তরের আধিকারিকরা। এর দ্বারা স্পষ্ট রাজ্যের যুবকদের সঙ্গে নোংরা খেলায় মেতেছে সরকার। এর তীব্র ধিক্কার জানায় যুব কংগ্রেস। তাই অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার নিকট বিক্ষোভ জানাতে বাধ্য হয়েছে। এবং অধিকর্তার উদ্দেশ্যে প্রশ্ন কেন রাজ্যের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হলো। বিশেষ করে চাকুরি প্রক্রিয়া বাতিল করে দেওয়ার পেছনে মূলত কি রহস্য রয়েছে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছ থেকে জানতে চান বলে জানান যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। একই সঙ্গে নেশা বাণিজ্য নিয়েও সরকারকে কাঠ গড়ায় তুলেন তিনি। পরবর্তী সময় পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে তাদের আটক করে নেয়। তবে আন্দোলনকারী যুব কংগ্রেস কর্মীরা জানান সরকার যদি অবিলম্বে এই রহস্য উদঘাটন না করে তাহলে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!