স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ এপ্রিল : কৃষি, দুগ্ধ ও মৎস্য উৎপাদনের ক্ষেত্রে মুক্ত বাণিজ্য বা ফ্রী ট্রেডের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোন ধরনের অনৈতিক চুক্তি করা চলবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ও মুক্ত বাণিজ্য সংক্রান্ত বিষয়ে যাবতীয় আলোচনা থেকে ভারতকে সরে আসতে হবে, মার্কিন আদেশ নামার কাছে মোদি সরকারের আত্মসমর্পণ করা চলবে না, এই সমস্ত ব্যানারকে সামনে রেখে সোমবার আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সারা ভারত কৃষক সভা।
সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর জানিয়েছেন সোমবার ভারতে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যন্স। উদ্দেশ্য হল ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এই মুক্ত বাণিজ্য চুক্তি করতে চাইছে। এর মূল উদ্দেশ্য হলো আমেরিকায় নিষিদ্ধ কৃষিজ পণ্য ভারতে অবাধে প্রবেশ করা। এর ফলে ভারতে কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে। এর ফলে কৃষকরা অনাহারে মরতে বাধ্য হবে। এই কারণেই সারা ভারত কৃষক সভার এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন। এদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের কুশ পুত্তলিকা দাহ করা হয়।