Sunday, May 25, 2025
বাড়িরাজ্য৩০ ঘন্টার অধিক সময় ধরে অন্ধকারাচ্ছন্ন চেবরী হাসপাতাল সহ গোটা এলাকা, বিদ্যুৎ...

৩০ ঘন্টার অধিক সময় ধরে অন্ধকারাচ্ছন্ন চেবরী হাসপাতাল সহ গোটা এলাকা, বিদ্যুৎ নিগম অফিস ঘেরাও করল এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ এপ্রিল : কাল বৈশাখীর মরশুম শুরুতেই বিদ্যুৎ নিগমের চরম গাফিলতি অভিযোগ তুলে আন্দোলনের সামিল হচ্ছে জনগণ। বিগত বছরের মত এ বছরও বিদ্যুৎ নিগমের চরম গাফিলতি গ্রাহকদের সামনে উঠে আসছে। বাংলা নববর্ষের দিন ও পরেরদিন সামান্য ঝড় বৃষ্টির ফলে ৩০ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। অবশেষে খোয়াই চেবরি ও উত্তর চেবরির এলাকার গ্রাহকরা

বুধবার রাত ১০ টার নাগাদ খোয়াই বিদ্যুৎ দপ্তরের সিনিয়র মেনেজার দীপাকর বাবুর সাথে দেখা করতে গেলে তাকে পাননি। শুধু তাইনা বিদ্যুৎ দপ্তরে কল এটেন্ডার ছাড়া অফিসে কেউ ছিল না। এলাকাবাসীরা জানান তাদের চেবরি ও উত্তর চেবরি সহ এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গত ৩০ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সেই স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর সংখ্যক রোগী ভর্তি রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ নিগমের বার বার কল করা সত্ত্বেও কোন বিদ্যুৎ কর্মী সেখানে যায়নি। এমনকি ঐ এলাকার বিদ্যুৎ সারাই করে না দেওয়ায় ঐ এলাকাগুলি অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে গত ৩০ ঘন্টার অধিক সময় ধরে। এদিকে বিক্ষোভকারীরা জানায়, চেবরী হাসপাতালের ভেতর প্রচুর রোগী ভর্তি আছেন।

 বিদ্যুৎ নিগমের চরম গাফিলতির কারণে রোগীদের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই সংকটের দিকে এগোচ্ছে। তাই তারা সিনিয়র ম্যানেজারের সাথে দেখা করতে এসেছিলেন। আশ্চর্যের বিষয় হলো সিনিয়র ম্যানেজার তো দূরের কথা, কোন বিদ্যুৎ কর্মীকে তারা বিদ্যুৎ নিগমের অফিসে পায়নি। পরবর্তী সময়ে একটি ফোন নম্বর জোগাড় করে তারা বিদ্যুৎ নিগমের আধিকারিকের সাথে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু সেই আধিকারিক কোন সদুত্তর দিতে পারেননি। বৈশাখ মাস শুরুতেই বিদ্যুৎ নিগমের চরম গাফিলতিতে হতাশ গ্রাহকরা। দিকে দিকে শুধুমাত্র উন্নয়নের বুলি চড়ছে। অথচ বাস্তব পরিলক্ষিত করছে গ্রাহকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!