Sunday, May 4, 2025
বাড়িরাজ্যজমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ কৃষকদের, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছেড়ে...

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ কৃষকদের, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছেড়ে ঘটনাস্থলে আসতে বাধ্য হলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ এপ্রিল :জমি সংক্রান্ত বিষয় ঘিরে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলো কৃষকরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। অবরোধের কারণে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছেড়ে ঘটনাস্থলে আসতে বাধ্য হলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা নিরসনের আশ্বাস দেন মন্ত্রী।

ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকার একাধিক কৃষক পরিবার প্রায় আড়াই দশকেরও বেশি সময় ধরে ব্রহ্মছড়া এলাকার নদী তীরবর্তী সরকারি খাস জমিতে কৃষিকাজ করে আসছে। সম্প্রতি ওই এলাকার কিছু স্থানীয় ভূষণ দেবনাথ সহ স্থানীয় কয়েকজন নিজেদের জমির মালিক দাবি করে কৃষকদের কাছ থেকে ৫০০০ টাকা করে দাবি করেন।

তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে আসাম-আগরতলা জাতীয় সড়কে অবরোধ শুরু করেছে। অবরোধকারীরা আরো জানান এলাকার ভূষণ দেবনাথ নামে এক ব্যক্তি তাদের প্রাননাশের হুমকি পর্যন্ত দিয়েছে। শুধু তাই নয় কাজের উপর আক্রমণ করারও চেষ্টা করেছে। অবরোধের খবর পেয়ে প্রথমে ডিসিএম দেবাশীষ চাকমার নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছেড়ে ঘটনাস্থলে আসতে হলো এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মাকে। তিনি ঘটনাস্থলে এসে এলাকার মানুষের সাথে কথা বলেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন। মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়। যার ফলে জাতীয় সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। মুখ্যমন্ত্রীর তেলিয়ামুড়া সফরের দিন এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া আলোড়ন প্রশাসন ও রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পেয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!