স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ এপ্রিল : কলেজের এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের উদাসীনতার ফলে ১২ জন ছাত্র-ছাত্রী তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে না, প্রতিবাদে লংতরাইভ্যালী গভমেন্টস ডিগ্রী কলেজে তালা ঝুলালো ছাত্রছাত্রী। খোদ কলেজের প্রিন্সিপাল তালাবন্দি রয়েছেন। কলেজের এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের উদাসীনতার ফলে ১২ জন ছাত্র-ছাত্রী তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসতে পারেনি। তারা এডমিটের জন্য অনলাইনে ফিলাপ করতে অসুবিধার সম্মুখীন হলে অফলাইনে ফিলাপ করে কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেন।
যথারীতি যাত্রীরা বিসহ অফলাইনে তাদের ফর্ম জমা দেয়। পরীক্ষার দিন পর্যন্ত তার আর কোন এডমিট পাইনি এবং পরীক্ষায় বসতে পারেনি। বিষয়টি নিয়ে অধ্যক্ষর সাথে যোগাযোগ করলে তিনি সাফ জানিয়ে দেন এনইপি গাইডলাইনস অনুযায়ী অনলাইনে যারা ফিলাপ করবে তারাই একমাত্র পরীক্ষায় বসতে পারবে। ছাত্র-ছাত্রীরা চাপ সৃষ্টি করলে অধ্যক্ষ সাহেব জানান বিষয়টি সংশ্লিষ্ট বোর্ডকেও অবগত করা হয়েছে। সমাধানের জন্য ছাত্র-ছাত্রীদের কাছে দুদিনের সময় চাওয়া হয়। কিন্তু দুদিন পেরিয়ে গেলও কোন সদোত্তর না পেয়ে আজ দুপুর নাগাদ কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় পরীক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। অন্যান্য স্টাফদের সাথে প্রিন্সিপাল সাহেবও তালাবন্দী রয়েছেন। ছাত্র-ছাত্রীদের বক্তব্য তাদের পুনরায় পরীক্ষায় বসতে না দিলে কলেজে তালা ঝুলবে।