Sunday, April 20, 2025
বাড়িরাজ্যআবারো রাজ্যে সরব ১০,৩২৩

আবারো রাজ্যে সরব ১০,৩২৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ এপ্রিল : দীর্ঘ কয়েক বছর আন্দোলন বন্ধ থাকার পর আবারো ময়দানে সরব হয়েছেন রাজ্যের ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের ২৬০০০ শিক্ষক শিক্ষিকা আদালতের রায় চাকুরী হারা হয়েছেন। এ নিয়ে যখন পশ্চিমবঙ্গে রাজনীতি গরম হয়ে উঠেছে তখন ত্রিপুরাতেও মাইলেজ পেয়েছে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। রাজ্যের চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকরা পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়ে আবেদন জানাল।

 শুক্রবার চাকুরি চ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে তাদের আবেদন পত্র জমা দেয়। প্রতিনিধি দলের এক সদস্য জানান প্রায় ৫ বছর হয়ে গেছে তারা চাকুরি চ্যুত অবস্থায় রয়েছেন। অতি কষ্টে তারা দিন যাপন করছেন। তাদের মধ্যে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। বহু শিক্ষক শিক্ষিকা অসুস্থ অবস্থায় বাড়িতে পরে রয়েছেন।

অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। তার জন্য আগেও বহুবার সাক্ষাৎকারের সময় চেয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রেরন করেছেন। কিন্তু ব্যস্ততার কারনে মুখ্যমন্ত্রী সময় দিতে পারেন নি। চাকুরিচ্যুত শিক্ষক কমল দেব আরো বলেন, পশ্চিমবঙ্গের ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা আদালতের রায়ের চাকুরিচ্যুত হয়েছে। সেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি চাকরি-হারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিশ্রুতি দিচ্ছে। অথচ ত্রিপুরা রাজ্যে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি আসেনি সরকার। এ বিষয়ে রাজ্যের চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা জানতে চায় কেন তাদের প্রতিশ্রুতি পালন করেনি। অবিলম্বে যাতে তাদের বিদ্যালয় মুখী করার উদ্যোগ নিয়ে সরকার। তাই পুনঃরায় এইদিন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়ে আবেদন জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য