স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ এপ্রিল : ওয়াকফ আইন বাতিলের দাবিতে গোটা দেশের সাথে রাজ্যেও সংখ্যালঘু অংশের মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। দেশের সংখ্যালঘু এবং বিরোধী দলগুলো এ ব্যাপারে গোটা দেশের বিভিন্ন জায়গায় এই আইনের বিরোধিতা করছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মাওলানা জাকির হোসাইন আলজলিলী।
শুক্রবার রাজ্যের প্রতিটা মসজিদ এলাকার মুসল্লিগণ কালো ভেজ পরিধান করে মসজিদে যাওয়া এবং নামাজ শেষে আলোচনা সভা করার জন্য বিশেষ আবেদন করেন তিনি। নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে ১২ এপ্রিল বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সমর্থনে সোনামুড়া শপিং কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভার আয়োজন করা হবে। নাগরিক অধিকার মঞ্চের আন্দোলনকে নদওয়ার সাউথ জোনাল কমিটি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এই আন্দোলন কর্মসূচিতে সকলের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন নদওয়ার কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যিক নদুয়ার অন্যতম সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, অল ইন্ডিয়া মিললি কাউন্সিল সিপাহীজলা জেলা কমিটির সভাপতি মাওলানা সেলিম মিয়া, সিপাহীজলা জেলা কমিটির সদস্য বিল্লাল মিয়া মফিজ মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা। এদিকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার এবং সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষার দাবিতে উত্তর জেলার প্রেমতলা বাজারে বিক্ষোভ সমাবেশে হয়।