স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ এপ্রিল : সৈকত তলাপাত্রের বিরুদ্ধে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণের দায়ের করা মামলার শুনানি হয় বৃহস্পতিবার। এদিন দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়েরা আদালতে সৈকত তলাপাত্রকে আদালতে তোলা হয়। সাক্ষী দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পরে আদালত চত্বরে দাঁড়িয়ে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ব্যক্তিগতভাবে সৈকত তলাপাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
সৈকত তলাপাত্র তিপরা মথার নাম জড়িয়ে চাইনিজ পার্টি, চাইনিজ দালাল, চাইনিজ আন্টি বলে কটাক্ষ করেছিল। এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখ দিয়েছে। আবার একটি নির্দিষ্ট অংশের মানুষকে এ ধরনের মন্তব্য করে ছোট করার চেষ্টা করেছিল। এ ধরনের মন্তব্য করা অত্যন্ত অপরাধমূলক। তাই প্রদ্যোত কিশোর দেববর্মণের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলার সাক্ষীর জন্য আদালত ডেকেছে। সেই অনুযায়ী আদালতে এসেছেন সাক্ষী দেওয়ার জন্য।