স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ এপ্রিল : ঘনিয়ামাড়া এলাকায় উল্টে গেলো বিশালগড় থানা পুলিশের গাড়ি অল্পতে রক্ষা পেলো চালক সহ পুলিশ ও টিএসআর জোওয়ানরা। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। জানা যায়, বিশালগড় থানার TR 01 D 0854 নাম্বার একটি জিপ্সি গাড়ি ঘনিয়ামাড়া পঞ্চায়েত টিলা এলাকায় কয়েকজন পুলিশ ও টি এস আর জওয়ানদের নিয়ে যায় কোন একটি মামলার তদন্ত করতে যায়।
সেখান থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অল্পতে রক্ষা পায় গাড়ির চালক যদিও সেই সময়ে টিএসআর জোওয়ান ও পুলিশ গাড়িতে ছিলেন না। বিকট শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসীর ঘটনাস্থলে ছুটে আসে এবং উল্টে যাওয়া পুলিশের গাড়িটি উদ্ধার করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে বিশালগড় থানায় পুলিশের কাজে যে সমস্ত গাড়ি গুলি রয়েছে তার সম্পূর্ণ ফিটনেস শেষ হয়ে গিয়েছে এবং গাড়ি গুলি বহু বছর পুরানো। পরবর্তী সময়ে বিশালগড় থানার অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনা গ্রস্থ গাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।