স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ এপ্রিল : বুধবার রাজধানী আগরতলার বুদ্ধিজীবীদের নিয়ে এক দেশ এক নির্বাচন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই আলোচনা সভার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন এক দেশ এক নির্বাচন হচ্ছেই। এতে কোনো রকম সন্দেহ নেই।
বিরোধীরা এই বিষয়টাকে যেভাবে প্রচার করছে সেই বিষয়টাকে মাথায় রেখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাজ হচ্ছে মানুষের কাছে এই এক দেশ এক নির্বাচন এর যথার্থতা তুলে ধরে জনজাগরণ করা। এক দেশ এক নির্বাচন কোন নতুন বিষয় নয়। দেশ স্বাধীন হওয়ার পর এভাবে নির্বাচন হতো। কংগ্রেস এবং কমিউনিস্টদের কুকর্মের কারণে এসব হচ্ছে। লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন আলাদাভাবে সম্পন্ন হলে এর বোঝা এসে পরে সাধারণ মানুষের উপর। খরচ হয় বেশি পরিমাণে। এক দেশ এক নির্বাচনের ফলে উপকৃত হবে সাধারণ মানুষ। দেশ আর্থিক দিক থেকে সমৃদ্ধ হবে। সময়ের মূল্যায়ন হবে। উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা প্রদ্মশ্রী অধ্যাপক অরুণোদয় সাহা সহ আরো অনেকেই।