স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : করোনায় দেশে মৃতের সংখ্যা চার লক্ষ আশি হাজার বলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে দেখা গেছে ৪৭ লাখ মানুষ কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে দেশে। তাই প্রদেশ যুব কংগ্রেসের প্রশ্ন কেন সরকার এত বড় সংখ্যাকে দেশবাসীর কাছে লুকিয়ে রেখেছে।
তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুমলাবাজ, মিথ্যাবাদী এবং প্রতারক বলে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস। তিনি জানান, নরেন্দ্র মোদি সরকারের এ ধরনের প্রতারণায় দেশবাসী বুঝতে পারছে এটি একটি ব্যর্থ সরকার। তাই এত বড় পরিসংখ্যান দেশবাসীর কাছে লুকিয়েছে। এবং যুব কংগ্রেস বলতে চায় নরেন্দ্র মোদি সরকারের ব্যর্থতার কারণে দেশে এত মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে শয্যার ছিল না, অক্সিজেনের অভাব ছিল, চিকিৎসক এবং নার্সের অভাব ছিল। নিম্নমানের পরিষেবার জন্য এত মানুষের মৃত্যু হয়েছে। যুব কংগ্রেস দাবি করছে দেশে এত মানুষ মারা যাওয়ার জন্য দেশবাসীর কাছে সরকারের ক্ষমা চাওয়া দরকার। এবং প্রত্যেক মৃতের পরিবারের জন্য সরকারকে দায়ী করা হচ্ছে। সমস্ত পরিবারকে চার লক্ষাধিক টাকা করে সহযোগিতা করার দাবী জানায় যুব কংগ্রেস বলে জানান রাখুন দাস।