স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ এপ্রিল : বিভেদকামী শক্তিকে প্রতিহত করা, শান্তি সম্প্রীতি পরিবেশ ফিরিয়ে আনা, সকলের কাজ ও শিক্ষার দাবিতে বুধবার রাজধানীর সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতিভবনে উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত অধিবেশনের আয়োজন করা হয়।
বর্ধিত অধিবেশনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, গণভক্তি পরিষদের নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা।
রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রেখে বলেন, ভারতীয় জনতা পার্টির শাসনে দেশের যৌবনের শক্তি ধ্বংসের পথে। আর ত্রিপুরায় ভারতের জনতা পার্টি, তিপরা মথা এবং আইপিএফটি মিলে রাজ্যের যৌবনকে বন্ধক দেওয়ার মত অবস্থা। শুধু যৌবনকে ধ্বংস করে দেওয়া নয় তারা রাজ্যের যৌবনকে নেশা সহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়েছে। সব মিলিয়ে আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই রাজ্যের এবং দেশের যৌবনকে রক্ষা করতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ময়দানে নেমেছে। তাদের আন্দোলন আগামী দিন গোটা দেশে ঝড় তুলবে।