স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এই শোভা যাত্রার উদ্বোধন করে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা একদিকে যেমন ভালোর ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে, তেমনি খারাপের দিকে ত্রিপুরা রয়েছে। যেমন বাল্যবিবাহ ও নেশার ক্ষেত্রে ত্রিপুরা বিশেষ বিশেষ জেলাগুলি রয়েছে। এবং এটা সমস্ত সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান। তাই বর্তমানে ত্রিপুরার স্থান নিয়ে অনেকটাই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বিয়ের জন্য ছেলেদের ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর।
এরকম হলে আইন বৈধতা দেয় না। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আরো বলেন, আজকের এই শোভাযাত্রার মধ্যে দিয়ে সকলকে সচেতন করা হয় যাতে নিজে সুস্থ থাকে এবং অন্য কেউ সুস্থ রাখতে সহযোগিতা করে। কারণ মানুষের জীবন শৈলের কারণে অকালে প্রান দিতে হয়। মুখ্যমন্ত্রী বলেন, নেশা রাজ্যের জন্য একটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিন দিন এর সংখ্যা বাড়ছে। নেশার সঙ্গে পাল্লা দিয়ে এইডস আক্রান্ত সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। তাই সমাজের মধ্যে গিয়ে সচেতন করতে হবে মানুষকে। কারণ বর্তমানে আক্রান্তের হার অনেক বেশি। তাই এ বিষয়ে বেশি করে জোর দিতে হবে। আনাচে-কানাচে যাতে নেশা কারবারীরা যাতে বিস্তার লাভ করতে না পারে তার জন্য লক্ষ্য রাখতে হবে। এবং মানুষের সাথে বর্তমান সরকার রয়েছে। সরকার সব রকম সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আয়োজিত এ দিনের শোভাযাত্রা বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার চেয়ারম্যান প্রদীপ ভৌমিক, সভাপতি এন এল ভৌমিক সহ অন্যান্যরা। এই দিনের শোভাযাত্রায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।