স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : নেশা এবং মশার উপদ্রুবে ব্যতিব্যস্ত জনজীবন। এরই প্রতিবাদে সোমবার রাজধানীর কৃষ্ণনগর স্থিত সিপিআইএম অঞ্চল কমিটির অফিস থেকে এক মিছিল সংগঠিত হয়। পরে বিজয় কুমার চৌমুহনীতে জমায়েত হয়। মিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সিপিআইএম অঞ্চল কমিটির সম্পাদক ননীগোপাল ধর। তিনি জানান, আগরতলা পুর নিগমের অন্তর্গত যে গলিপথ রয়েছে সেগুলির অবস্থা অত্যন্ত করুন। তাই সিপিআইএমের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে রাস্তা গুলি সংস্কার করার জন্য।
অপরদিকে মশার উপদ্রব দিন দিন বাড়ছে। এক প্রকার ভাবে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মশার উপদ্রুবে। তাই সিপিআইএমের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে মশা নিধনের ব্যবস্থা করা। যাতে নিগমবাসী স্বাচ্ছন্দে বসবাস পারে। অন্যতম সমস্যাটি হলো পানীয় জলের। চাহিদা অনুযায়ী আগরতলা বাসীর পানীয় জল মিলছে না। আগরতলা বাসী যাতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পায় তার ব্যবস্থা করা। সবচেয়ে উদ্বেগ জনক বিষয়টি হলো, রাজ্যের মধ্যে বহু পরিবার নেশার কারণে আজ ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে। তাই নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান।