স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ এপ্রিল : রবিবার যুব কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির সাংগঠনিক বৈঠক প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যুব কংগ্রেসের জেলা ও ব্লক সভাপতিরা অংশগ্রহণ করেন। বৈঠক থেকে রাজ্যে ক্রমবর্ধমান নেশার বিস্তার সহ চাকরি নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন কর্মসূচি স্থির করেন প্রদেশ যুব কংগ্রেস নীলকমল সাহা। তিনি আরো বলেন রাজ্যে বেকারত্ব দিন দিন বাড়ছে।
বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ করা হচ্ছে না। তাই অচিরেই তারা এই সকল বিষয় নিয়ে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তুলবে। এর জন্য যুবক কংগ্রেসের ব্লক সভাপতি ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করে কর্মসূচি দিনক্ষণ গ্রহণ করা হয়েছে বলে জানান যুব কংগ্রেস রাজ্য সভাপতি নীলকমল সাহা।