স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ এপ্রিল : প্রকাশ্য দিবালোকে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। ঘটনা শুক্রবার দুপুরে খোয়াই তাঁত চৌমুনি বাজারে। দুই ভরি স্বর্ণালঙ্কার ও রুপা সহ আনুমানিক নগদ দশ হাজার টাকা নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, তাঁত চৌমুনী বাজারে একটি জুয়েলারির দোকান রয়েছে। দোকানের মালিক নিতাই মিত্র প্রতিদিনের মতো শুক্রবার সকালে দোকান খুলে দোকানের মধ্যে অলংকার প্রস্তুত করছিল। সেই সময় খবর আসে নিতাই মিত্রের বুকিং করা গ্যাসের সিলিন্ডার এসেছে।
তখন সময় দোকান খোলা রেখে নিতাই মিত্র তাঁত চৌমুহনী বাজারের মধ্যেই নিতাই মিত্রের দোকান থেকে প্রায় ১০০ মিটার দূরে গ্যাসের সিলিন্ডার আনার জন্য যায়। ১০ থেকে ১৫ মিনিটের ব্যবধানে গ্যাসের সিলিন্ডার নিয়ে পুনরায় দোকানে আসে। দোকানে এসে দেখতে পায় দোকানের মধ্যে দুই ভরি স্বর্ণ ও নগদ দশ হাজার টাকা নেই। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ছুটে এসে চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।