স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫ এপ্রিল : নিরাপত্তাবাহিনীর লাগাতার অভিযানের জেরে কোমর ভেঙে গিয়েছে মাওবাদীদের। মাও-মুক্ত ভারতের লক্ষ্যে অভিযানের ঝাঁজ বাড়তেই আত্মসমর্পণের পথ ধরল মাওবাদীরা। শনিবার তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ৮৬ জন মাওবাদী সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন ২০ জন মহিলা ক্যাডার। জানা গিয়েছে, এই মাওবাদীরা ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুর সেক্টরে কর্মকাণ্ড চালাত। আত্মসমর্পণের পর মাওবাদীদের ২৫ হাজার টাকা করে অর্থসাহায্য করা হয়েছে পুলিশের তরফে।