স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ এলাকাবাসীর। ঘটনা কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় দেড় বছর পূর্বে কদমতলা থেকে সরলা যাওয়ার মূল রাস্তাটি সংস্কার, রাস্তার মাঝে নতুন করে কালভাট নির্মাণ ও রাস্তার পাশে জল নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণের জন্য পূর্ত দপ্তরের টেন্ডার ডাকে। যথারীতি কাজের বরাত পায় একটি ঠিকাদারি সংস্থা। কাজও শুরু হয়। কিন্তু কাজ শুরুর পর থেকে অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে।
এইদিকে দিনের পর দিন রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হতে থাকে। বর্তমানে রাস্তাটি একেবারে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। পাশাপাশি জল নিষ্কাশনের ড্রেইন নির্মাণের সময় রাস্তার পাশে থাকা পানীয় জলের পাইপ বিভিন্ন জায়গায় কেঁটে ফেলা হয়। এতে করে এলাকায় দেখা দেয় পানীয় জলের সমস্যা। এলাকাবাসীরা জানান সরসপুর গ্রাম পঞ্চায়েতের ১ ও ২ নং ওয়ার্ডে প্রায় এক হাজারের উপর পরিবারের বসবাস। ঠিকাদারি সংস্থার গাফিলতির কারণে এই পরিবার গুলি বর্তমানে সমস্যায় ভুগছে। রাস্তার বেহাল অবস্থা ও পানীয় জলের সমস্যার কথা পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান সহ পূর্ত দপ্তরের আধিকারিকদের জানানোর পরও কাজের কাজ কিছুই হয় নি। তাই এইদিন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ১ ও ২ নং ওয়ার্ডের বাসিন্দারা কদমতলা-সরলা সড়ক অবরোধে সামিল হয়েছে। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে এক এক করে অবরোধস্থলে ছুটে যায় পুলিশ ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার। খবর দেওয়া হয় ঠিকেদারি সংস্থার আধিকারিকদের। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ঠিকেদারি সংস্থার আধিকারিকদের সাথে কথা বলার পর আশ্বাস দেন বর্ষার মরশুম পুরু দমে শুরু হওয়ার পূর্বে রাস্তা সংস্কারের কাজ শেষ করা হবে। পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর শেষ পর্যন্ত সড়ক অবরোধ মুক্ত করে দেন সড়ক অবরোধকারিরা। এখন দেখার প্রতিশ্রুতি মোতাবেক এলাকাবাসিদের দাবি পূরণ হয় কিনা।