স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ এপ্রিল :জম্পুইজলা পেট্রোল পাম্প এলাকায় সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ অটো চালকদের। জানা যায় জম্পুইজলা থেকে গাংরাই কামি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। এই রাস্তাটি সংস্কারের দাবিতে এইদিন সড়ক অবরোধে সামিল হয় অটো চালক সহ স্থানীয়রা।
অটো চালকদের সড়ক অবরোধের ফলে আটকে পড়েন এডিসি-র ইএম ডলি রিয়াং। সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় পুলিশ সহ জম্পুইজলা মহকুমার পি ডাব্লিউ ডি দপ্তরের জুনিয়ার ইঞ্জিনিয়ার বিনোদ দেববর্মা। জুনিয়ার ইঞ্জিনিয়ার বিনোদ দেববর্মা আগামী এক সপ্তাহের মধ্যে এই রাস্তাটি সংস্কার করার আশ্বাস দেন। তারপর অটো চালকরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়।