স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ এপ্রিল :গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্মার্ট সিটি আগরতলা মধ্যে কিছু যুবতী এবং এল জি বি টি -র অশ্লীল আচরণ। প্রতিবাদে সরব হয়ে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে -র কাছে ডেপুটেশন দিল সাধারণ নাগরিক। তারা এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, গত কয়েকদিন ধরে আগরতলা শহরের মধ্যে কিছু অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
যেগুলি শহরের পরিবেশ নষ্ট করার মতো। পাশাপাশি রাতের বেলা শহরের মধ্যে উশৃংখলতাও বাড়ছে। নেশা কারবারিরা শহরের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে। ফলে শহরবাসীর নিরাপত্তা যেমন হারাচ্ছে তেমনি শহরের মর্যাদাও হারাচ্ছে। গত কয়েকদিন আগে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে কয়েকজন যুবতী অশ্লীল ভিডিও করেছে। বর্তমানে এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। তাই পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আবেদন জানানো হয়। কোনভাবেই যাতে শহরের পরিস্থিতি বিঘ্নিত না হয় তার জন্য রাতের বেলা গোটা শহরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং টিএসআর সহ নিরাপত্তা কর্মী মোতায়ন করার দাবি জানান।