স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ মার্চ : ৩০ দিন উপবাস থাকার পর মুসলমান ধর্মালম্বীদের জন্য সোমবার ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সকালে মুসলিম ধর্মালম্বী লোকেরা বাড়ি থেকে সেমাই খেয়ে মসজিদে ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজের গুরুত্ব তুলে ধরেন ইমাম সাহেব, প্রথমে দুই রাকাত ঈদের নামাজ, তারপর খতবা পাঠ, শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের এই নামাজ।
সোমবার সারা ভারতবর্ষে অনুষ্ঠিত হয় মুসলমানদের ঈদ ব্যতিক্রম নেই ত্রিপুরা রাজ্যেও।সোমবার সকালে আগরতলা গেদমিয়া মসজিদে ঈদের নামাজ আদায় হয়। তারপর একে অপরের সাথে আলিঙ্গন করেন। ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মুসলিম ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। গোটা দুনিয়ার সাথে তাল মিলিয়ে রবিবার সন্ধ্যা চাঁদ দেখার পর থেকে খুশির জোয়ারে ভাসতে থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ থেকে ৮০ বছরের প্রত্যেকে।