স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মার্চ : শনিবার আগরতলা প্রেস ক্লাবে অল তিপরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, আইপিএফটি -র সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ২০০৯ সালে প্রয়াত প্রাক্তন সভাপতি এন সি দেববর্মার হাত ধরে আইপিএফটি প্রতিষ্ঠিত হয়েছিল।
এই আইপিএফটি ছাত্র সংগঠন অল তিপরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ধরে রাজ্যের ছাত্রদের স্বার্থে কাজ করে আসছে এই সংগঠন। বিগত দিনে যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তারাও আজ দলে যোগদান করেছেন। আগামী দিন জনজাতি সহ সব অংশে মানুষের স্বার্থে তারা কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।