Friday, April 11, 2025
বাড়িরাজ্যদেহ দান, চক্ষু দানে এগিয়ে আসার জন্য আহ্বান মানিকের

দেহ দান, চক্ষু দানে এগিয়ে আসার জন্য আহ্বান মানিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মার্চ : সিপিআইএম গোমতী জেলা কমিটির ডাকে আসন্ন‌ সিপিআইএম – র ২৪ তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে শনিবার উদয়পুর দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয় এক রক্ত দান শিবির। উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক, পার্টির গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ, উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন রক্তের কোন বিকল্প নেই।

রক্তের কোন জাত নেই। বিজ্ঞানীরা রক্তের কোন বিকল্প বেরকরতে পারে নি।তাই রক্ত দানে মানুষ কে এগিয়ে আসতে হবে। অথচ দুর্ভাগ্যের ব্যাপার হল গত পাঁচ – ছয় বছর ধরে গণতান্ত্রিক সংগঠনগুলি রক্তদানে এগিয়ে আসলে শাসক দলের কিছু সমাজ দ্রোহীরা রক্তদানে বাধা সৃষ্টি করে কোথাও কোথাও রক্ত দাতাদের উপর আক্রমন সংগঠিত করার মতো ঘটনা এ রাজ্যে হয়েছে।

একটা মানুষ কোনমতেই মেনে নিতে পারেনি বলেই আজকে এই রক্তদান শিবিরে এত সংখ্যক রক্তদাতা অংশগ্রহণ করেছে। শুধু একদিনে রক্তদান করে বসে থাকলে চলবে না। বছরে তিনবার রক্ত দেওয়া যায় বলে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত সেই ভাবে বৎসরে তিনবার রক্তদান করার জন্য আহ্বান জানান মানিক সরকার। রক্তদানে বিপুল সংখ্যক রক্ত দাতা রক্তদানে অংশগ্রহণ করেছে। রক্ত দানের পাশাপাশি দেহ দান, চক্ষু দানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মানিক সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!