Sunday, April 20, 2025
বাড়িরাজ্যরাজ্যে ওয়াকফ সম্পত্তির সংখ্যা ১ হাজার ৮৯৯ টি

রাজ্যে ওয়াকফ সম্পত্তির সংখ্যা ১ হাজার ৮৯৯ টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মার্চ : ত্রিপুরা ওয়াকফ বোর্ডের তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যে ওয়াকফ সম্পত্তির সংখ্যা ১ হাজার ৮৯৯ টি। এই ওয়াকফ সম্পত্তির মধ্যে ৯৮০ টি সম্পত্তি ওয়াকফের নামে নথিভুক্ত রয়েছে।

বাকি ৯১৯ টি সম্পত্তি খাস খতিয়ানে নথিভুক্ত রয়েছে। ১ হাজার ৮৯৯ টি ওয়াকফ সম্পত্তির মধ্যে ৬০২ টি রয়েছে মসজিদ, কবরস্থান রয়েছে ৯২০ টি, ঈদগাহ রয়েছে ৫৫ টি, দরগা রয়েছে ৫ টি, পিরস্থান রয়েছে ৪৭ টি, মাদ্রাসা রয়েছে ৫৭ টি, এবং অন্যান্য জমি ও পুকুর রয়েছে ২১৩ টি। ১৯৬০ সালে শুরু হওয়া জরিপে এবং ১৯৮০ সালে সম্পন্ন হওয়া জরিপে ৯১৯ টি সম্পত্তি খাস খতিয়ানে নথিভুক্ত করা হয়েছে। তৎকালীন সময়ে সরকার সম্পত্তি গুলি ওয়াকফ বোর্ডের নামে নথিভুক্ত করার কোন উদ্যোগ নেয় নি। এই ৯১৯ টি সম্পত্তি ওয়াকফ বোর্ডের নামে নথিভুক্ত করার প্রয়াস বর্তমান সরকারের রয়েছে। বিধায়ক বীরজিৎ সিনহা আনিত দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাব দিতে গিয়ে বিধানসভায় শুক্রবার এই কথা জানান মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য