স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মার্চ :ধর্মনগরে একই রাতে দুই দোকানে থাবা বসালো চোরের দল। বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগরের অফিসে টিলা এলাকায় ঘটে এই চুরির ঘটনা। জানা যায় চোরের দল একটি হার্ডওয়ারের দোকানে টিনের চাল কেটে অভ্যন্তরে প্রবেশ করে।
এবং ক্যাশ বাক্স থেকে দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। পাশেই একটি লোহার গ্রিল তৈরির দোকান রয়েছে। সেই দোকানের কাঠের দরজা ভেঙে চোরের দল দোকানে প্রবেশ করে। তবে সেই দোকান থেকে তেমন কোন কিছু নিয়ে যায় নি চোরেরা। চুরির ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কিনা।