স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মার্চ : শুক্রবার বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্যের ষ্পষ্টিকরণ দিলেন। তিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যকে অসত্য বলে মন্তব্য করেছেন। মুখ্য সচেতন কল্যাণী রায় জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জন্য বরাদ্দ করা গাড়ি ব্যবহার করছেন মুখ্য সচেতক কল্যাণী রায়। জিতেন্দ্র বাবুর এই বক্তব্য অসত্য বলে জানান তিনি।
যে গাড়িটি মুখ্য সচেতকের জন্য বরাদ্দ করা হয়েছে সেই গাড়িটিতেই চড়েন মুখ্য সচেতক। অন্য কোন গাড়ি তিনি ব্যবহার করেন না। তার গাড়িটা যখন বড়মুড়ায় দুর্ঘটনার কবলে পড়েছিল, তখন কিছুদিনের জন্য তৎকালীন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার রেখে যাওয়া গাড়িটি কিছুদিনের জন্য ব্যবহার করেছিলেন। কারণ পরবর্তী সময়ে অনিমেষ দেববর্মা মন্ত্রী হয়েছেন। তখন জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা হননি। তিনি বিরোধী দলনেতা হওয়ার পর যখন গাড়ি দাবী করেছেন ২৪ ঘন্টার মধ্যে তার জন্য গাড়ি বরাদ্দ করেছেন বিধানসভার অধ্যক্ষ।
একজন কেবিনেট মন্ত্রীর জন্য যা যা বরাদ্দ তেমনটাই দেওয়া হয়েছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যকে খণ্ডন করে মুখ্য সচেতন কল্যাণী রায় বলেন, তিনি কোথাও উল্লেখ করেননি যে বিধানসভার বিরোধী দলনেতা অবৈধভাবে কোনরকম সুবিধা ভোগ করছেন। তিনি বলেন অধ্যক্ষ কাউকে অবৈধভাবে কিছুই প্রদান করেন না। যার যেটা পাওনা সেটা তাদের সেভাবেই প্রদান করছেন অধ্যক্ষ। বিধানসভার অধ্যক্ষ, মুখ্য সচেতক এবং পরিষদীয় নেতা জব্দ করার চেষ্টা করছেন বিরোধী দলনেতাকে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যকেও খণ্ডন করলেন মুখ্য সচেতক কল্যাণী রায়।