স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : গত ২৭ মার্চ মুখ্যমন্ত্রী রোশনি অভিযানের সূচনা করেন। এই রোশনি অভিযান শুরু করা হবে পশ্চিম জেলার জিরানীয়া মহকুমা দিয়ে। ধাপে ধাপে মোহনপুর ও সব শেষে সদর মহকুমায় করা হবে। পশ্চিম জেলায় চোখের ছানি মুক্ত করতে এ অভিযান হাতে নেওয়া হয়েছে। সোমবার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান জেলা শাসক দেবপ্রিয় বর্ধন।
প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে চোখের ছানির বিষয়ে তথ্য সংগ্রহ করবে অঙ্গনওয়ারী কর্মী। আই সি ডি এস- সুপার ভাইজারদের এই ক্ষেত্রে আগে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তারাই অঙ্গনওয়ারী কর্মীদের প্রশিক্ষণ দেয়। তবে তাদের সনাক্ত করার পর বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্রকে একত্রিত করে শিবিরের মাধ্যমে চূড়ান্ত সনাক্ত করণ করা হবে। এই তালিকার উপর ভিত্তি করে চক্ষু বিশেষজ্ঞরা ছানি অপারেশন করবে। জেলা অন্ধত্ব পোগ্রামের অন্তর্গত এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক। আগামী ছয় মাসের মধ্যে এই লক্ষ্য পূরণ করা হবে। ২৫০০ থেকে ৩০০০ মানুষের ছানি অপারেশন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাড়ির কাছে স্বাস্থ্য পরিষেবা পৌছে দিতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়াও ছিলেন সি এম ও ওয়েস্ট ডাঃ দেবাশিষ দাস সহ অন্যান্যরা।