স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : যাত্রীবাহী বাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আঠারো মুড়া পাহাড়ের গভীর খাদে পড়ে । এই ঘটনায় আহত ১৫ জন যাত্রী। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায়। টি আর ০১ এ ১৩৯৩ নম্বরের যাত্রী বোঝাই বাস গাড়ি কাঞ্চনপুর থেকে আগরতলার উদ্দেশ্যে আসার পথে গভীর খাদে পড়ে যায়।
জানা যায়, আসাম আগরতলা জাতীয় সড়কের আঠারোমুড়া পাহাড়ের চাকমাঘাট স্থিত বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায় আসা মাত্রই, অপর দিক থেকে দ্রুতগতিতে আসা দূরপাল্লার লরির সাথে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেতে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এই যান দুর্ঘটনায় আহত হয়েছে ১৫ জন। এই ১৫ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজধানীর রেফারেল হাসপাতাল জিবি’তে। গুরুতর আহত ব্যক্তির নাম মনিরাম দেববর্মা। আহত বাকি ১৪ জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অপর দিক থেকে দ্রুতগতিতে আসা দূরপাল্লার লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাস গাড়ির চালক ও সহ চালক উভয়েই যান দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।