স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : আগামী ৪ এবং ৫ মে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৫ তম রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন বিরোধী দলনেতা মানিক সরকার। সম্মেলনে বক্তব্য রাখবেন ডি ওয়াই এফ আই সর্বভারতীয় সভাপতি এ এ রহিম এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জি।
২৩ টি বিভাগ থেকে ৪০৫ জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন। সোমবার ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। সম্মেলনকে সামনে রেখে রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিছিল সহ বিভিন্ন কর্মসূচি সংঘটিত করে রাজ্যবাসীর কাছে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আগামী দিন যুব আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করা হবে। রাজ্যের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সম্মেলনে বর্তমান রাজনৈতিক তাৎপর্য এবং গুরুত্ব মানুষের জন্য তুলে ধরতে চায় বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই বলে জানান তিনি। সম্মেলনে নেতৃত্বরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণ করা হবে। আগামী দিনে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বাম যুব সংগঠন গুরু দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। রবিবার সম্মেলনকে সামনে রেখে তেলিয়ামুড়ার চাকমাঘাট এক রক্তদান শিবির সংগঠিত করার কথা ছিল। কিন্তু রক্তদান শিবির বানচাল করে দেওয়া হয় বলে অভিযোগ ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।