স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মে : প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপের ফলে পরিবহন শিল্পের উপর বিশালভাবে আঘাত আসছে। স্পট ফাইন ৫০০ টাকার নীচে নেওয়া হচ্ছে না। একবার আগরতলা আবার উদয়পুর গেলে সেখানেও কাটা হচ্ছে ফাইন।
পরিবহন শিল্পকে খন্ডিত করার জন্য রাজ্যে একাংশ মানুষ ব্যক্তি স্বার্থে বিভ্রান্তি রটাচ্ছে। স্ট্যান্ডগুলিকে পার্কিং স্পট হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কোন যান বাহন গ্যাস ভড়ে ফিরে এলে তাদের আবার পার্কিং ফি দিতে হচ্ছে। এ অভিযোগ তুলে সোমবার ৯ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা বাস জীপ চালক সংঘ। এদিন রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন এক প্রতিনিধি দল। ডেপুটেশনের পর বিষয়ে অবগত করেন বি এম এস-র সম্পাদক বাবুল ঘোষ। তিনি জানান এই সমস্যাগুলি অবিলম্বে শ্রমিকদের স্বার্থে সমাধান করতে হবে। নাহলে শ্রমিকদের উপর যেভাবে আঘাত নামিয়ে আনা হচ্ছে তাতে করে শ্রমিকরা পরিবার পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। ডেপুটেশনের আগে সংগঠনের পক্ষ থেকে পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিও সংঘটিত করা হয়।